রিফান্ড এবং রিটার্ন নীতিমালা

Refund and Returns Policy

বাংলা / Bengali

  • (১) অর্ডারকৃত সকল ডিজিটাল প্রোডাক্ট সফলভাবে ডেলিভারি হওয়ার পর, রিফান্ড বা রিটার্ন এর জন্য আবেদন করা যাবেনা।
  • (২) অর্ডারকৃত প্রোডাক্টটি যদি উল্লিখিত বিবরণের সাথে সামাঞ্জস্যতা না থাকে এবং নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে।
  • (৩) ক্রেতা যদি রিফান্ডের জন্য বিবেচিত হয়, সেক্ষেত্রে অর্ডার করার সময় হতে ২৪ ঘণ্টার মধ্যে রিফান্ডের জন্য আবেদন করতে হবে।
  • (৪) রিফান্ডের ক্ষেত্রে ৭ থেকে ১০ কার্যদিবস সময় প্রযোজ্য হবে।
  • (৫) ক্ষেত্রে ব্যাংক কর্তৃক ফি / চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
  • (৬) ভবিষ্যতে যদি কোনো কুরিয়ার আমাদের সিস্টেমে ডেটা প্রদান বন্ধ করে, তবে সেই ক্ষেত্রে আমরা ডেটা সরবরাহ করতে ব্যর্থ হলে কোনো রিফান্ড প্রযোজ্য হবেনা।

English

  • (1) Once all digital products ordered have been successfully delivered, refunds or returns cannot be applied for.
  • (2) If the product ordered does not conform to the specified description and fails to be delivered within the stipulated time, refund will be applicable.
  • (3) If the buyer is considered for a refund, the refund must be applied for within 24 hours from the time of ordering.
  • (4) 7 to 10 working days will be applicable for the refund.
  • (5) In case of refund, the fee/charge by the bank has to be borne by the buyer.
  • (6) If any courier stops providing data in the future, and we are unable to provide data due to this, no refund will be applicable in such cases.